ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১১, ৯ জানুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মিলন হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার খাসপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার ধুমানী নগর গ্রামের বিকল হোসেন ওরফে মিন্টুর ছেলে।

আরো পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, সকালে মোটরসাইকেলে শিবগঞ্জ থেকে ভোলাহাট যাচ্ছিলেন মিলন। পথে মাটি বহন করা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক্টর চালক জুয়েল রানাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়