‘দুলাভাই’ মঈনের ৭ বলে ২৮ রানের ঝড়ের পর ২ উইকেটে বাজিমাত সিলেটের
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গ্যালারি থেকে ‘দুলাভাই…দুলাভাই’ স্লোগান। বুঝতে বাকি থাকল না ২২ গজে মঈন আলী হয়তো বোলিংয়ে, নয়তো ব্যাটিংয়ে। ইংল্যান্ডের এই ক্রিকেটারের বাংলাদেশি বংশোদ্ভূত স্ত্রীর বাড়ি সিলেটে। সে সূত্রে সিলেটের ‘দুলাভাই’ হয়ে যাওয়া মঈন আলী।
নিজেও বিষয়টা জানেন। উপভোগও করেন। সিলেট টাইটান্সের হয়ে খেলত এসে এবার ভালোবাসা আরো দ্বিগুণ পাচ্ছেন। সেই ভালোবাসা বৃহস্পতিবার ফিরিয়ে দিলেন অভিজ্ঞ ক্রিকেটার।
ঢাকা ক্যাপিটালসকে হারানোর নায়ক তিনি। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ বলে ২৮ রান করেন। পরবর্তীতে বোলিংয়ে ২০ রানে পেয়েছেন ২ উইকেট। স্পিন অলরাউন্ডারের দ্যুতি ছড়ানো পারফরম্যান্সে সিলেট ২০ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে।
আগে ব্যাটিং করে সিলেট ৬ উইকেটে ১৮০ রান করে। জবাবে ঢাকার ইনিংস থেমে যায় ১৬০ রানে। দুইবারের দেখায় ঢাকাকে দুইবারই হারাল সিলেট। ৮ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। ঢাকার ৬ ম্যাচে চতুর্থ পরাজয়।
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়ে ঢাকার বোলিং একদম ঠিকঠাক চলছিল। নিয়মিত উইকেট নেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রেখেছিলেন ব্যাটসম্যানদের। মনে হচ্ছিল, আরেকটি লো কিংবা মাঝারি মানের স্কোরের ম্যাচ হবে। কিন্তু সব কিছু পাল্টে যায় ১২তম ওভার থেকে।
আজমতউল্লাহ উমারজাই ওই সময়ে ক্রিজে আসেন। সঙ্গে থাকা আরিফুল হক শুরু করেন আক্রমণ। তাতে চতুর্থ উইকেট জুটিতে ৩৭ বলে ৬২ রান করেন দুজন। ১৮তম ওভারে পেসার জিয়াউর রহমান থিতু হওয়া দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠালেও ঢাকার বিপদ বাড়ে মঈন আলী ক্রিজে আসার পর।
সাবেক ইংলিশ ক্রিকেটার মাত্র ৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৮ রান করেন। এই ২৮ রান মঈন তোলেন ১৯তম ওভারে নাসির হোসেনকে মেরে। যা টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে বড় ওভার। তাতে রান পাহাড় ছুঁয়ে ফেলে সিলেট। ১৪ ওভার শেষে সিলেটের রান ছিল ৯২। শেষ ৬ ওভারে ঝড় তোলে তারা তোলে ৮৮ রান। তাতেই স্কোরবোর্ডের খোলনলচে পাল্টে যায়।
প্রথমবার সুযোগ পেয়ে আরিফুল ২৯ বলে ৩৮ রান করেন। উমারজাইয়ের ব্যাট থেকে ২৩ বলে আসে ৩৩ রান। বোলিংয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন জিয়াউর। শেষ ওভারে ২৮ রান দেওয়ার আগে নাসির ৩ ওভারে দিয়েছিলেন ৭ রান।
লক্ষ্য তাড়ায় রহমানউল্লাহ গুরবাজের ফিফটিতে ঢাকা ভালোই জবাব দেয়। একমাত্র ফিফটি ছোঁয়া ইনিংস আসে তার ব্যাট থেকে। বাকিরা কেউই ইনিংস বড় করতে পারেননি। রহমানউল্লাহ ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন। এছাড়া আব্দুল্লাহ আল মামুন ২৪, সাইফ হাসান ২২ ও সাব্বির রহমান ২৫ রান করেন।
আগের ম্যাচে ফিফটি পাওয়া নাসির ৩ ও শামীম হোসেন ১ রানের বেশি করতে পারেননি। মঈন আলীর ২ উইকেট বাদে ৩ উইকেট নিয়ে সিলেটকে হাসিয়েছেন সালমান এরশাদ। ১টি করে উইকেট পেয়েছেন উমারজাই, নাসুম ও রুয়েল মিয়া।
ঢাকা/ইয়াসিন