নাসিরের বিস্ফোরক ইনিংসে জিতল ঢাকা
টানা তিন হারের পর জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে নোয়াখালী ক্যাপিটালস হেরেছে টানা পঞ্চম ম্যাচ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার নোয়াখালীকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা। তাদের জয়ের নায়ক নাসির হোসেন। বোলিংয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।
৫০ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৯০ রান করেন তিনি। শুরুর তিন ম্যাচে নাসিরের রান ছিল যথাক্রমে ১৯, ৫ ও ১৭। রংপুরের বিপক্ষে ব্যাটিংই পাননি তিনি। আজ তিনে নেমে দায়িত্বশীল ইনিংস খেলেন।
ব্যাটিং ব্যর্থতায় নোয়াখালী এক্সপ্রেস ৬ উইকেটে ১৩৩ রান করে। জবাব দিতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৪.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ঢাকা। ৫ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ৩টি ম্যাচ হেরেছে তারা।
টস হেরে ব্যাটিং করতে নেমে নোয়াখালীর শুরুটা ছিল একেবারেই ছন্নছাড়া। ৪০ রান তুলতেই তাদের ৫ ব্যাটসম্যান সাজঘরে। ইমাদ ওয়াসিমের আচমকা লাফিয়ে উঠা বলে ব্যাট লাগিয়ে কাভারে ক্যাচ দেন ৬ বলে ১ রান করা সৌম্য। চরম অফফর্মে থাকা হাবিবুর রহমান সোহান ১৩ বলে ৬ রান করে তাসকিনের বলে উইকেটের পেছনে মিঠুনের হাতে ক্যাচ দেন। চার মেরে রানের খাতা খোলা মাজ সাদাকাত ২৪ রানে আটকে যান নাসিরের ঘূর্ণিতে। সুযোগ পাওয়া মুনিম শাহরিয়ার ও মাহিদুল ইসলাম অঙ্কন পারেননি নিজেদের মেলে ধরতে। মুনিম ২ ও মাহিদুল ৪ রানে আউট হন।
সেখান থেকে দুই বিদেশি মোহাম্মদ নবী ও হায়দার আলী দলের হাল ধরেন। ৬৪ বলে ৯০ রানের জুটি গড়েন তারা। তাতে বলার মতো পুঁজি পায় নোয়াখালী। ৩৬ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক হায়দার। ৩ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া ৩৩ বলে ২টি করে চার ও ছক্কায় ৪২ রান করেন নবী।
বোলিংয়ে ঢাকার হয়ে ইমাদ, তাসকিন, সাইফ উদ্দিন, জিয়াউর, নাসির ও আব্দুল্লাহ আল মামুন ১টি করে উইকেট নেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানে ২ ওপেনারকে হারায় ঢাকা। রহমানউল্লাহ গুরবাজ রানের খাতা খোলার আগে আউট হন। আব্দুল্লাহ আল মামুন ১ রানে আটকে যান। তাকেও ফেরান হাসান। মনে হচ্ছিল ঢাকাকে চাপে ফেলতে পারবে নোয়াখালী। কিন্তু ২২ গজে গিয়ে নাসির সব হিসেব পাল্টে দেন।
উপরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে হাত খুলে আক্রমণ চালান ডানহাতি ব্যাটসম্যান। পাওয়ার প্লে’তে ঢাকার রান ৬৪। নাসির ৫০ রানে পৌঁছান মাত্র ২১ বলে। ১০ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। এরপর আর ঢাকাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ইফরান শুক্কুর ১১ বলে ১২ রান করে আউট হলেও নাসির ও ইমাদ বাকি কাজ সারেন। নাসিরের সঙ্গে ৪০ বলে ৬১ রানের জুটি গড়ার পথে ইমাদ ১৬ বলে ২৯ রান করেন ২ চার ও ১ ছক্কায়।
আগের ম্যাচে রংপুরকে প্রায় বাগে পেয়েও হারাতে পারেনি ঢাকা। একই মাঠে নোয়াখালীকে এবার পাত্তা দেয়নি ঢাকা। বিগ বাজেটের দল গড়া ঢাকা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।
ঢাকা/ইয়াসিন