যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে চলছে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের রাস্তায় এক অভিবাসন কর্মকর্তা এক নারীকে গুলি করে হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। বৃহস্পতিবার এই বিক্ষোভ শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
মিনেসোটায় স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটের দিকে শত শত মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা স্লোগান দিচ্ছে, মিছিল করছে এবং আইসিই এজেন্টদের তাদের শহর থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড ধরে আছে। গতকাল গুলির খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষোভ চলছে। আইন প্রয়োগকারী সংস্থা এবং বিক্ষোভকারীদের মধ্যে কিছু সংঘর্ষ হয়েছে।
বিক্ষোভকারীদের কেউ কেউ সরাসরি ফেডারেল কর্মকর্তাদের মুখোমুখি হচ্ছেন। তারা কর্মকর্তাদের নাৎসি এবং খুনি আখ্যা দিচ্ছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নামের ওই নারীকে খুব কাছ থেকে গুলি করা হয়। এর আগে যে গাড়িতে রেনি ছিলেন সেটি মিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা ঘিরে ফেলেছিল। তার গাড়িটি অল্প সময়ের জন্য পেছনে সরে গিয়ে আবার সামনে এগোতে শুরু করলে এক কর্মকর্তা গুলি চালান।
ঘটনার ফুটেজে দেখা গেছে, মুখোশধারী একজন এজেন্ট রেনির গাড়িতে তিনবার গুলি চালায়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।
নিউ ইয়র্ক টাইমসের সাথে এক বিস্তৃত সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রেনি নিকোল ম্যাকলিনকে গুলি করা আইসিই এজেন্ট আত্মরক্ষার জন্য কাজ করেছিলেন।
ট্রাম্প বলেন, রেনি “ভয়াবহ আচরণ করেছিলেন। এবং তারপরে তিনি পালানোর চেষ্টা করলেন। তিনি (ওই এজেন্ট) তাকে পালাতে দিলেন না।”
ঢাকা/শাহেদ