ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে হলো না তাতে কী, মোস্তাফিজকে স্বাগত জানাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ৭ জানুয়ারি ২০২৬  
ভারতে হলো না তাতে কী, মোস্তাফিজকে স্বাগত জানাল পাকিস্তান

পেসার মোস্তাফিজুর রহমান। ফাইল ফটো।

ভারতের জনপ্রিয় আইপিএলে খেলা হলো না তাতে কী, বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে সম্মান দিয়ে ডেকে নিল পাকিস্তান। দল এখনো ঠিক না হলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন তিনি, এটি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।

বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজের বিরাট চাহিদার মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল। ২ কোটি ভিত্তিমূল‌্য থেকে তিন দলের কাড়াকাড়ির পর নিলাম থেকে মোস্তাফিজুরকে কিনে নিয়েছিল গেমা স্টার শাহরুখ খানের দল।

আরো পড়ুন:

কিন্তু আফসোসের খবর, ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুরের আইপিএল খেলা হচ্ছে না। ভারতের ক্রিকেট বোর্ডও তাকে আইপিএলে খেলানোর সাহস দেখাতে ব্যর্থ হয়েছে। 

আইপিএলের এবারের আসরে ভারতে খেলা না হোক, তাতে কী! বাংলাদেশি পেসার মুস্তাফিজের সারা দুনিয়ায় যে চাহিদা, তাতে তার জন্য শত দুয়ার খোলা থাকাই স্বাভাবিক। তেমন এক ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) লুফে নিয়েছে এই বাঁহাতি পেসারকে। 

পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজুরকে স্বাগত জানিয়ে তারা লিখেছে, “মোস্তাফিজুর রহমান- পিএসএলের নতুন যুগে স্বাগত।’’

জানা গেছে, এরই মধ্যে পিএসএলের সঙ্গে চুক্তি করেছেন মোস্তাফিজুর। পিএসএলে কোন দলে খেলবেন ৩০ বছর বয়সি পেসার, তা অবশ্য জানানো হয়নি। ২০১৮ সালের পর তিনি পিএসএলে খেলার অপেক্ষায়। সেবার পাঁচটি ম্যাচ খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। উইকেট নিয়েছিলেন চারটি।

আইপিএলে মোস্তাফিজকে চড়া মূল্যে কলকাতা নাইট রাইডার্স দলে নেয়। তা নিয়ে হিন্দুত্ববাদীদের কঠোর সমালোচনার মুখে পড়েন বলিউড বাদশা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এ নিয়ে ব্যাপক উত্তেজনার মধ্যে আইপিএল কর্তৃপক্ষ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আসে। তারপর ক্ষোভ দেখা যায় বাংলাদেশেও। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না টাইগাররা।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল। পিএসএল শুরু হবে তার তিন দিন আগে। এবার ৬ দল থেকে বাড়িয়ে ৮ দলের টুর্নামেন্ট করা হয়েছে। প্লেয়ার্স ড্রাফট থেকে মোস্তাফিজুর দল পাবেন, সেটা মোটামুটি নিশ্চিত।

আর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ফলে বিশ্বকাপ থেকে পিএসএল ও আইপিএল পর্যন্ত আলোচনায় থাকবেন মোস্তাফিজুর রহমান ইস্যু।

ঢাকা/ইয়াসিন/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়