ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবি জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হাসিনুর, সম্পাদক রাব্বী

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ৭ জানুয়ারি ২০২৬  
ঢাবি জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হাসিনুর, সম্পাদক রাব্বী

সভাপতি: মোঃ হাসিনুর রহমান, সাধারণ সম্পাদক: মোঃ ফজলে রাব্বী সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ হাসিনুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোঃ ফজলে রাব্বী সরকার।

বুধবার (৭ জানুয়ারি) ক্লাবের ২০২৪-২৫ সেশনের সভাপতি মোঃ আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক রাগীব আনজুম এর যৌথ সুপারিশে এবং ক্লাবের মডারেটর ড. মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়ার স্বাক্ষরে আগামী এক বছরের ২৫ সদস্য বিশিষ্ট্য কার্য নির্বাহী পরিষদ অনুমোদন করা হয়েছে।

আরো পড়ুন:

উক্ত কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) সাইফুদ্দিন বিন মোজাফফর, সহ-সভাপতি (বিতর্ক) রাশিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (প্রশাসন) আশিক খান , যুগ্ম-সাধারণ সম্পাদক (বিতর্ক) মেহবুব হাসান, সাংগঠনিক সম্পাদক রাফিদ আল আজওয়াদ , অর্থ সম্পাদক রাসান খান, ,দপ্তর সম্পাদক নাফিজ ইকবাল।

প্রচার ও প্রকাশনা সম্পাদক মুস্তাকিম মহিউদ্দিন , অনুষ্ঠান সম্পাদক তৌহিদুর রহমান ইখলাস, প্রশিক্ষণ ও লিঁয়াজো সম্পাদক মো: রাজিব ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক জাহিদুল ইসলাম তাহসীন, উপ-দপ্তর সম্পাদক শামসুল আলম শিহাব, উপ-প্রকাশনা সম্পাদক আদনান হুমায়ুন শাহরিয়ার এবং উপ-প্রচার সম্পাদক হাছানুর রহমান শান্ত।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. ইসমাইল হোসেন সাকিব, নাঈম সিরাজ, মোঃ শিহাব খন্দকার আবু শিহাব, মো শহিদুল ইসলাম সাঈদী, মোঃ আবির হাসান, আরিফুল ইসলাম, এবং মোঃ আবু সাঈদ।

এ দিন ইংরেজি বিতর্কের জন্য মেহবুব হাসান আহ্বায়ক করে ১৪ সদস্যের সাব কমিটি এবং আশিক খান আহ্বায়ক করে ১৯ সদস্যের পাঠচক্র উপকমিটি গঠন করা হয়েছে।

সভাপতি মোঃ হাসিনুর রহমান বলেন, “বাংলাদেশের জাতীয় বিতর্ক অঙ্গনে কবি জসীম উদ্‌দীন হল ডিবেটিং ক্লাব একটি অনবদ্য, অনন্য এবং ব্যতীক্রমী সংগঠন। বিটিভি বিতর্ক প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়ান এই ক্লাবটি একাধিকবার শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছে।”

তিনি আরো বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে এই ক্লাবটি প্রতিনিয়ত দ্যূতি ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও, এই ক্লাবটির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। কবি জসীম উদ্‌দীন হল ডিবেটিং ক্লাবের অতীত গৌরব ধরতে রাখতে এবং অনাগত দিনগুলোতে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে নিজের সর্বস্ব দিয়ে কাজ করে যাবো।” এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সরকার বলেন, “আমাদের কবি জসীম উদ্‌দীন হল ডিবেটিং ক্লাবের বিতার্কিকেরা একটি পরিবারের ন্যায় বন্ধনে আবদ্ধ। এ বন্ধনকে আরো দৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব।”

ঢাকা/সৌরভ/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়