সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পতাকা বৈঠক
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সীমান্তের ভারতের অংশে সড়ক নির্মাণ করা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতের অংশে দেশটির সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা বাধা দিয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুর ১২টায় খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর নিকট দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের বিকালে পতাকা বৈঠকের তথ্য জানান।
সুবেদার আবু তাহের বলেন, ‘‘আমরা বিজিবির টহল টিমসহ সীমান্তে অবস্থা করছি। বিজিবির টহল টিমের উপস্থিতি দেখে সড়ক নির্মাণের কিছু কিছু সরঞ্জাম সরিয়ে নিয়েছে বিএসএফ।’’
এ পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার আবু তাহের ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। আধাঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে বালারহাট ক্যাম্পের ৬ বিজিবি সদস্য ও মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ৬ বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ সংলগ্ন প্রায় ১ কিলোমিটার ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা যাওয়ার মেইন সড়ক। সীমান্তঘেষা ১ কিলোমিটার সড়কটি বাংলাদেশের সীমান্ত থেকে কোথাও ৭০ গজ, কোথাও ৫০-৬০ গজ, আবার কোথাও ১০০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত।
ওই সীমান্তের কয়েকজন বাসিন্দা জানান, গত তিন-চার দিন থেকে সীমান্তঘেষা এক কিলোমিটার পুরাতন সড়কটির পাশে পূর্ব দিকে নতুন করে পাকা সড়ক নির্মাণ করে আসছে। ভারতীয় বিএসএফ সদস্যরা উপস্থিত থেকে রাতের-আধারে কাজ করে চার ভাগের এক ভাগের বেশি কাজ করে ফেলে। দুই তিন দিন থেকে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বাধা দিয়ে আসলেও সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখেনি। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।
খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা মজির রহমান জানান, দুই-তিন ধরে সীমান্তে পুরাতন সড়কের সাথে পূর্ব পাশে পাকা সড়কের কাজ করছে। বিষয়টি বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যদের নজরের আসামাত্র টহল জোরদার করে কয়েক দফায় সড়কের কাজ বন্ধ রাখার জন্য বিএসএফ সদস্যদের চাপ দিলেও তারা কাজ বন্ধ করেনি।
ঢাকা/সৈকত/বকুল