৩১ ডিসেম্বর দেশবাসী দেখেছে খালেদা জিয়ার জনপ্রিয়তা: ডা. জাহিদ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘‘৩১ ডিসেম্বর দেশবাসী দেখেছে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কত। মৃত্যুর পর আল্লাহ তাআলা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান দান করেছেন। এ সম্মান নজিরবিহীন।’’
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের নিজ বাড়ি থেকে রাইজিংবিডিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং তা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। বিগত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। কিন্তু, কখনো মাথা নতো করেননি। আপসহীন, অকুতোভয়, দুঃসাহসীর সঙ্গে জীবন যুদ্ধে সংগ্রাম করে এসেছেন তিনি। তার প্রতিফলন হিসেবে শেষ মুহূর্তে আল্লাহ তাকে শ্রেষ্ঠ সম্মান দান করেছেন।’’
তিনি বলেন, ‘‘আমরা তার জীবনী নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না। তিনি এখন কবরে। তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব দান করেন।’’
ডা. জাহিদ হোসেন বলেন, ‘‘দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তার কাঁধে দল এবং দেশের দায়িত্ব। আমরা তার জন্যও দোয়া করি, আল্লাহ যেন তাকেও সুস্থ রাখেন। আগামী নির্বাচনে ক্ষমতায় এসে তিনি যেন বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে পারেন।’’
ঢাকা/মোসলেম/রাজীব