ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক

পুঁজিবাজারে আসা নিয়ে রাষ্ট্রায়ত্ত-বহুজাতিক কোম্পানির সেই ‘পুরোনো কথা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৬, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২৩:১৬, ৭ জানুয়ারি ২০২৬
পুঁজিবাজারে আসা নিয়ে রাষ্ট্রায়ত্ত-বহুজাতিক কোম্পানির সেই ‘পুরোনো কথা’

লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১০টি কোম্পানিকে পুঁজিবাজারে আনার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠকে সরকারি বিদ্যুৎ খাতসহ অন্যান্য খাতের কোম্পানিগুলো দ্রুত তালিকাভুক্তির জন্য কাজ করা হচ্ছে বলে আলোচনায় উঠে আসে। এসময় উপদেষ্টারা এ বিষয়ে একমত পোষণ করেন এবং প্রয়োজনে বিশেষ প্রণোদনা ও সুবিধা দেওয়ার কথা বলেন। 

আরো পড়ুন:

বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিনিধিদের পক্ষ থেকে বেশ কিছু সমস্যার কথা জানানো হয়, যা ‘পুরানো একই কথা’। দীর্ঘদিন ধরে এই একই কথা বলে কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া থেকে দূরে থাকছে। রাষ্ট্রায়ত্ত লাভজনক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে আসতে আরো সময় প্রয়োজন বলে আলোচনায় উঠে আসে। 

এ সময় আরো তিন উপদেষ্টা ফাওজুল কবির, শেখ বশিরউদ্দিন ও আদিলুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিনররা, আইসিবির চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর মধ্যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি এবং সিলেট গ্যাস ফিল্ডসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, সিনজেন্টা বাংলাদেশ, সিনোভিয়া বাংলাদেশ এবং নোভারটিস বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বৈঠকে উপস্থিত থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, “আজকে বৈঠকে অর্থ উপদেষ্টা চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যুৎ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং এই মন্ত্রণালয়ের অধীনে থাকা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা ছিলেন।”

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের অধীনে তাদেরকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার কথা বলা হয়েছে। সে বিষয়ে উপদেষ্টারা ও সরকারি কোম্পানিগুলো একমত হয়েছেন। আর এর জন্য সব ধরনের সুবিধা দেওয়া হবে জানিয়েছেন উপদেষ্টারা। কিন্তু বহুজাতিক কোম্পানিগুলো নানা সমস্যার কথা বলেছে। তাদের এই মুহূর্তে টাকার দরকার নেই। পর্ষদ জমা দেওয়া হয়েছে, কিন্তু সিদ্ধান্ত আসেনি। এ ধরনের নানা কথা বলেছেন। পরে তাদেরকে বলা হয়েছে এগুলো পুরানো কথা। কবে নাগাদ তালিকাভুক্ত হবে, সেটা জানাতে বলা হয়েছে। কিন্তু তারা কোনো উত্তর দেননি।”

 “যেসব বহুজাতিক কোম্পানিতে সরকারের শেয়ার নেই সেগুলোকে সরাসরি তালিকাভুক্ত করার কথা আলোচনা হয়েছে। সেক্ষেত্রে কোম্পানিগুলোকে ৫-১০ শতাংশ শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আর যদি কোম্পানিগুলো তালিকাভুক্ত না হয়, তবে নীতি বাস্তবায়নের মাধ্যমে তাদের যে অতিরিক্ত কর রয়েছে; সেটা কোম্পানিকে বহন করার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কোম্পানিগুলো পাবলিক লিস্টেট না হয়, তাহলে অতিরিক্ত কর সাধারণ মানুষের কাছ থেকে নিতে পারবে না,” বলেন অধ্যাপক আবু আহমেদ।

তিনি আরো বলেন, “আর তালিকাভুক্ত হলে সরকার বিশেষ প্রণোদনা দেবে। বহুজাতিক কোম্পানিগুলো নির্দিষ্ট করে কিছু না বললেও সরকারি কোম্পানি তালিকাভুক্তির কাজ চলমান রেখেছে বলে তারা আলোচনায় বলেছেন।” 

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়