ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতিবন্ধী শব্দের অর্থ আমার কাছে নেই, সবাই সম্ভাবনাময়: শারমীন মুরশিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:০৯, ৭ জানুয়ারি ২০২৬
প্রতিবন্ধী শব্দের অর্থ আমার কাছে নেই, সবাই সম্ভাবনাময়: শারমীন মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “খেলাধুলা কোনো প্রতিযোগিতার জন্য নয় এর মাধ্যমে শিশু-কিশোররা নিজেদের প্রতিভা ও মেধাকে বিকশিত করতে শেখে।”

তিনি বলেন, “খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আরো পড়ুন:

রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সমাজসেবা অধিদপ্তরাধীন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “প্রতিবন্ধী শব্দটির কোনো অর্থ আমার কাছে নেই। আমি সবাইকে দেখি সম্ভাবনাময় ও মেধাবী মানুষ হিসেবে। বাংলাদেশের কোনো মানুষই অক্ষম নয় প্রত্যেকেই প্রতিভাবান।”

তিনি সমাজে প্রচলিত এই ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সরকারি শিশু পরিবার (বালিকা) এর শিশু-কিশোরী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের পরিবেশিত দেশীয় সংস্কৃতিনির্ভর ডিসপ্লে উপভোগ করেন উপদেষ্টা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়