ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শীতার্ত ও দুস্থদের মাঝে ২০ লাখ ৫০ হাজার কম্বল বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২১, ৭ জানুয়ারি ২০২৬  
শীতার্ত ও দুস্থদের মাঝে ২০ লাখ ৫০ হাজার কম্বল বিতরণ

দেশব্যাপী শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে মোট ২০ লাখ ৫০ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০ পিস কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় কম্বল ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মন্ত্রণালয় থেকে প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। শীতের শুরুতেই দেশের আট বিভাগের ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা এবং সব পৌরসভার শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র ক্রয় ও বিতরণের উদ্দেশ্যে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।

ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল এবং প্রথম পর্যায়ের বরাদ্দের অর্থ দিয়ে মোট ৭ লাখ ৫০ হাজার ৫৮৯ পিস কম্বল ক্রয় করে শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ থেকে আরও ৭ লাখ পিস কম্বল ক্রয় করা হয়েছে, যার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কম্বল ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের কম্বল বিতরণ এবং মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে জেল প্রশাসকদের অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) জরুরি ভিত্তিতে কম্বল কিনে দুস্থদের মাঝে বিতরণ করছেন।

কম্বল ক্রয় ও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে  সম্পন্ন নিশ্চিত করতে বিষয়টি নিবিড়ভাবে তদারকির জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা/এএএম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়