ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুজনের গোলটেবিল বৈঠক

সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে: নৌ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৯, ৭ জানুয়ারি ২০২৬  
সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে: নৌ উপদেষ্টা

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যেই আসুক না কেন, তার কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। জুলাই সনদে বহু বিষয় রয়েছে, যেগুলো বাস্তবায়ন না হলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। ন্যূনতম সংস্কার না হলে অতীতের সবকিছুই বহাল থাকবে। সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে।”

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে ‘গণভোট ২০২৬: কী ও কেন?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মন-মানসিকতা কী? তারা কি আগের মতোই থাকতে চায়, নাকি পরিবর্তন হতে চায়; সে ধরনের কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এখনো শুনিনি। যদিও একটি নতুন রাজনৈতিক দল, যারা এই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল এনসিপি; তাদের কাছ থেকে কিছু কথা শুনেছি, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবে বা যাবে বলে মনে হচ্ছে, তাদের কাছ থেকে সে ধরনের অঙ্গীকার এখনো পাইনি।”

এম সাখাওয়াত হোসেন বলেন, “ইতোমধ্যে আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি। নানা ধরনের ক্যাম্পেইন চলছে। যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই। তারা সব ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের কাছে টাকা-পয়সা আছে, বিদেশি মদদও আছে।”

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনকে মাঠে নামতে হবে। এর জন্য যে সহযোগিতা প্রয়োজন, সরকার তা অবশ্যই করবে। সরকার তো নির্বাচন দিতে চায়, এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, “যদি এবারের গণভোটে হ্যাঁ বিজয়ী না হয়ে যদি না জয়যুক্ত হয় তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। গণভোটের আয়োজনই করা হয়েছে ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর জন্য আর কিছু না।”

তিনি বলেন, “ভোটে দুটি ঘটনা ঘটে। হয় বিজয়ী হয়, না হলে পরাজিত হয়। ক্যান্ডিডেট থাকুক বা না থাকুক এবারও তা-ই হবে। গণভোটে হ্যাঁ জিতলে গণভোট যে সাবজেক্ট নিয়ে এসেছে সেটা জনগণ দ্বারা অনুমোদিত হবে। আর না জিতলে অনুমোদিত হবে না। হ্যাঁ-ভোট না জিতলে ফ্যাসিবাদ ফিরে আসবে।”

বিচারপতি এম এ মতিনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। 

ঢাকা/রায়হান/রাসেল 

সর্বশেষ

পাঠকপ্রিয়