খালেদের শেষ ঝড় থামিয়ে জিতল চট্টগ্রাম
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সিলেট টাইটান্সের জয়ের আশার প্রদীপ প্রায় নিভেই গিয়েছিল। লেজের ব্যাটসম্যান খালেদ আহমেদ একাই কী করবেন? তবুও আশা ছাড়লেন না লোকাল বয়। ডানহাতি ব্যাটসম্যান যখন ক্রিজে গেলেন তখন চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে সিলেট টাইটান্সের জিততে প্রয়োজন ১৮ বলে ৪৮ রান।
১৮তম ওভারে খালেদ কোনো বলই খেলার সুযোগ পেলেন না। যখন স্ট্রাইক পেলেন তখন সমীকরণ ১২ বলে ৪২। হাতে কেবল ১ উইকেট। ওই অবস্থায় দাঁড়িয়ে মুখোমুখি প্রথম দুই বলে দুই ছক্কা উড়ান খালেদ। এক বল ডটের পর আবার চার তার ব্যাটে। পঞ্চম বলে নেন ১ রান। ১৭ রান তুলে শরিফুলকে এলোমেলো করে দেন খালেদ।
শেষ ওভারে নাটকীয়তা। ৬ বলে প্রয়োজন ২৫ রান। চট্টগ্রামের অধিনায়ক মাহেদী স্পিনার তানভীরের হাতে তুলে দেন বল। কিন্তু তার আত্মবিশ্বাস ছিল তলানিতে। প্রথম তিন বলের দুটিতে দেন ওয়াইড। একটিতে খালেদের ব্যাটে হজম করেন ছক্কা। এবার ৫ বলে প্রয়োজন ১৭ রান। দ্বিতীয় বলে খালেদ রান নিতে পারেননি। তৃতীয় বল মিড অনে পাঠিয়ে নেন ২ রান।
শেষ ৩ বলে দরকার ১৫ রান। চতুর্থ বলেই ম্যাচের ফল নির্ধারণ হয়ে যায়। এগিয়ে এসে তানভীরকে উড়াতে গিয়ে বল মিস করেন খালেদ। স্টাম্পড হয়ে ফেরেন সাজঘরে। তার ৯ বলে ২৫ রানের ঝড়ে সিলেট জয়ের আশা দেখছিল। কিন্তু চট্টগ্রামের করা ৫ উইকেটে ১৯৮ রান তাড়া করতে নেমে ১৮৪ রানে গুটিয়ে যায় সিলেটে। ১৪ রানের জয়ে টেবিলের শীর্ষে ফিরল চট্টগ্রাম। ৬ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়।
তাদের এই জয়ের নায়ক ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। ২১ বলে ৪৪ রান করেন জয়। ৩ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। টানা চতুর্থ ফিফটি করার দারুণ সুযোগ পেয়েছিলেন রসিংটন। কিন্তু ১ রানের আক্ষেপে পুড়েন তিনি। ৩৮ বলে ৪৯ রান করেন ৬ চার ও ১ ছক্কায়। শেষ দিকে ১৩ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মাহেদী। ৪টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। বল হাতে সিলেটের হয়ে ৪১ রানে ৩ উইকেট নেন রুয়েল মিয়া।
ব্যাটিংয়ে সিলেটের হয়ে ভালো শুরুর পর কেউ ইনিংস বড় করতে পারেননি। তৌফিক খান ২৩, আফিফ হোসেন ৪৬, মঈন আলী ১৩, আজমতউল্লাহ উমারজাই ১৮ রান করে আউট হন।
চট্টগ্রামের হয়ে বোলিংয়ে আলো ছড়ান পেসার আমের জামাল। পাকিস্তানের এই পেসার ৩৪ রানে ৪ উইকেট পেয়েছেন ২টি করে উইকেট নেন শরিফুল ও তানভীর।
রংপুরের কাছে হারের পর চট্টগ্রাম এই ম্যাচ দিয়ে জয়ে ফিরল। সিলেট নোয়াখালীকে হারানোর পর আবার পরাজয়ের তিক্ত স্বাদ পেল। সাত ম্যাচে এটি তাদের চতুর্থ পরাজয়।
ঢাকা/ইয়াসিন