উপদেষ্টা রিজওয়ানা
কোনো দেশের আচরণ মর্যাদাহানিকর হলে প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো দেশের আচরণ যদি বাংলাদেশের জন্য মর্যাদাহানিকর বলে বিবেচিত হয়, তবে সে ক্ষেত্রে বাংলাদেশ প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার রাখে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন।
একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী বা দল যদি নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ দেখাতে পারে যে, কোনো রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন বা দ্বৈত মানদণ্ড অনুসরণ করেছেন, তবে বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। সরকারের হাতে পর্যাপ্ত প্রমাণ এলে সেগুলোও কমিশনের কাছে পাঠানো হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ ওই ভেন্যুতে খেলবে না।
বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত থাকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি— সবার সঙ্গে বন্ধুত্ব। ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী এবং তার সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে, এটাই বাংলাদেশের প্রত্যাশা।
তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেও প্রয়োজনে চোখে চোখ রেখে কথা বলা যায়। তবে, যখন কোনো দেশের আচরণ বাংলাদেশের মর্যাদা বা নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে আপত্তিকর হয়ে ওঠে, তখন বাংলাদেশ অবশ্যই প্রতিক্রিয়া জানাবে। এই প্রতিক্রিয়া সরকারিভাবেই, কূটনৈতিক ও অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, কোনো একটি বিষয়ে প্রতিক্রিয়া দেখানো মানেই সব ক্ষেত্রে একই মনোভাব গ্রহণ করা নয়। যেখানে দেশের মর্যাদা, পররাষ্ট্র নীতির গাম্ভীর্য এবং নাগরিকদের নিরাপত্তা প্রশ্নে আসে, সেখানে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরবে।
ঢাকা/এএএম/রফিক