ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ার পতাকাবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:৪৬, ৭ জানুয়ারি ২০২৬
রাশিয়ার পতাকাবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সাথে সম্পর্কিত রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর, ওয়াশিংটন দক্ষিণ আমেরিকার ওপেক সদস্যের জলসীমায় অনুমোদিত জাহাজগুলোতে অবরোধ আরোপ করছে। মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বাহিনী গত মাসে মেরিনেরা ট্যাংকারটি আটক করেছে।

আটলান্টিকে দুই সপ্তাহ ধরে অভিযান চালানোর পর ট্যাংকারটি আটক করা হয়েছে। ওই সময় রাশিয়ার একটি সাবমেরিন এবং জাহাজ ট্যাংকারটির কাছাকাছি ছিল। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মস্কোর সাথে আরো সংঘর্ষের ঝুঁকি তৈরি করেছে। রাশিয়া অবশ্য এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারক আরটি মেরিনেরার কাছে একটি হেলিকপ্টার ঘোরাফেরা করার একটি ছবি দেখিয়েছে, যা মূলত বেলা-১ নামে পরিচিত ছিল।

এদিকে, মার্কিন দক্ষিণ কমান্ড জানিয়েছে, তারা ক্যারিবিয়ান সাগরে দ্বিতীয় একটি তেল ট্যাংকার আটক করেছে।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “আটক করা জাহাজ এম/টি সোফিয়া আন্তর্জাতিক জলসীমায় কাজ করছিল এবং ক্যারিবিয়ান সাগরে অবৈধ কার্যকলাপ পরিচালনা করছিল। চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন কোস্টগার্ড এম/টি সোফিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়