ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪২, ৬ জানুয়ারি ২০২৬
টাঙ্গাইলে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে হত্যা, ডাকাতি ও মাদক ব্যবসায় জড়িতসহ বিভিন্ন অভিযোগে পৃথক অভিযানে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৪ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

আরো পড়ুন:

কমান্ডার কাওসার জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সুপার সনি বাত্রীবাহী বাসে তল্লাশি করে মাদক কারবারি রাজশাহীর বাঘা উপজেলার মো. মহর সরদারকে (৪৩) আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। সোমবার বিকেলে কালিহাতীর বল্লাবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে বিক্রয়রত অবস্থায় মাদক কারবারি রাজশাহীর গোদাগাড়ির উপজেলার ময়না বেগম (৪০) ও মো. শাহাদাৎ হোসেনকে (২৫) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩২ লাখ টাকা।

তিনি জানান, গত ১৭ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সোমবার বিকেলে বরিশালের তাওহিদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়। ৯ জুন সিরাজগঞ্জের রুপারী আক্তারকে (২৪) স্বামীসহ পরিবারের লোকজন শারিরীক ও মানসিক অত্যাচার করে হত্যার ঘটনায় মো. গোলাম মোস্তফাকে (৫৫), মির্জাপুরের গোড়াই খামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। গত ২০ মে যাত্রীবেশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রংপুরগামী লোকাল বাসে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ডাকাতিসহ নারী যাত্রিদের যৌন হয়রানির অভিযোগের ঘটনায় সিরাজগঞ্জের নাঈমকে (২৫) গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/কাওছার/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়