ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেপ্তার

​নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৯, ৬ জানুয়ারি ২০২৬  
চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেপ্তার

সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর টাইগারপাস-সংলগ্ন সিআরবি এলাকায় অভিযানের চালিয়ে গ্রেপ্তার করা হয় ১৫ মামলার আসামি মো. মনিরকে।

​চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. মনির (২৮) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৫ জানুয়ারি) ভোরে টাইগারপাস-সংলগ্ন সিআরবি এলাকায় এই অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, অস্ত্র ও দ্রুত বিচার আইনসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। 

আরো পড়ুন:

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন এসব তথ্য দিয়েছেন।

ওসি আফতাবের সঙ্গে কথা বলে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের টাইগারপাস এজেন্সি লিমিটেড ফিলিং স্টেশনের পাশের পাহাড়ের নিচে বিশেষ অভিযান চালিয়ে এই শীর্ষ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার হেফাজত থেকে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মনিরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ রেকর্ডে দেখা যায়, মো. মনিরের বিরুদ্ধে কোতোয়ালি থানা, বাকলিয়া থানা এবং রেলওয়ে থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে ১৪টি মামলা ছিল। নতুনটিসহ এখন তার বিরুদ্ধে মামলার দাঁড়াল ১৫টি। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলাও রয়েছে।

ওসি আফতাব উদ্দিন বলেন, “মনির নগরীর একজন চিহ্নিত অপরাধী। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সফল অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তা করতে সক্ষম হয়েছি। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়