ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যবিপ্রবিতে জাতীয় স্থির চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা

যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ৭ জানুয়ারি ২০২৬  
যবিপ্রবিতে জাতীয় স্থির চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও ফ্রিল্যান্স ফটোগ্রাফারদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্থির চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা। যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে “আরণ্যক ২.০” শিরোনামে ২ দিনব্যাপী এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কড়ইতলা এলাকায় স্থির চিত্র প্রদর্শনীর মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করা হয়। বুধবার (৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে ফটোগ্রাফির কম্পোজিশন বিষয়ক বিশেষ কর্মশালা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

আরো পড়ুন:

এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে দুইটি ক্যাটাগরিতে মোট ৬,৪১২টি একক চিত্র এবং ৮২টি ফটোস্টোরি জমা পড়ে। এর মধ্য থেকে অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মাধ্যমে নির্বাচিত শতাধিক একক চিত্র ও পাঁচটি ফটোস্টোরি প্রদর্শনীর জন্য স্থান পায়। এবং একক চিত্র ক্যাটাগরিতে তিনজনকে মোট ২২ হাজার টাকা এবং ফটো স্টোরি ক্যাটাগরিতে দুইজনকে মোট ১১ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অতিথি ডকুমেন্টারি ফটোগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাকিবুল হাসান, আলোকচিত্র সাংবাদিক (ফটোজার্নালিস্ট) শুভ্র কান্তি দাস এবং বন্যপ্রাণী আলোকচিত্রী কুদরতে খোদা। এছাড়া, ফটোগ্রাফির কম্পোজিশন বিষয়ক বিশেষ কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডকুমেন্টারি ফটোগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাকিবুল হাসান।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, “একটি চিত্রের মাধ্যমেও অনেক সময় বড় ধরনের আলোড়ন সৃষ্টি করা যায়, যা আমরা ইতোমধ্যে দেখেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত অন্তত একটি ক্লাবের সঙ্গে যুক্ত থাকা। এতে নেতৃত্বের অভিজ্ঞতা বাড়ে এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে এগিয়ে থাকা সহজ হয়। আমরা আগামীতে বিশ্ববিদ্যালয় দিবসে ফটোগ্রাফিক কনটেস্ট আয়োজন করব। পাশাপাশি ক্যাটাগরি ভিত্তিক গবেষণামূলক পোস্টার প্রেজেন্টেশনের ব্যবস্থাও রাখবো।”

যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি রাকিব হাসান সিহাব বলেন, “এমন একটি আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মূল লক্ষ্য ছিল ফটোগ্রাফিতে আগ্রহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং যবিপ্রবির ফটোগ্রাফারদের প্রাপ্য স্বীকৃতি প্রদান করা। জাতীয় পর্যায়ের একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা কেমন হয়; সে বিষয়ে ধারণা দেওয়াই ছিল আমাদের উদ্দেশ্য, যেখানে আমরা সফল হয়েছি।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন জায়গা থেকে আসা আলোকচিত্র প্রেমীরা।

ঢাকা/ইমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়