ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনের বিনিময়ে ভেনেজুয়েলায় মার্কিন দখলকে সমর্থন দিয়েছিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ৭ জানুয়ারি ২০২৬  
ইউক্রেনের বিনিময়ে ভেনেজুয়েলায় মার্কিন দখলকে সমর্থন দিয়েছিল রাশিয়া

ইউক্রেনকে নির্বিবাদে দখলের সুযোগের বিনিময়ে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর ওপর সমর্থন প্রত্যাহারের একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছিল রাশিয়া। ২০১৯ সালে এই প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ফিওনা হিল। বুধবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।

হিল ২০১৯ সালে কংগ্রেসের একটি শুনানিতে বলেছিলেন, রাশিয়ানরা বারবার ‘ভেনিজুয়েলা ও ইউক্রেনের মধ্যে একটি খুব অদ্ভুত বিনিময় ব্যবস্থা’ ধারণা তুলে ধরেছিল। চলতি সপ্তাহে হিলের মন্তব্যগুলো আবার প্রকাশিত হয়েছে। মাদুরোকে ধরার জন্য মার্কিন গোপন অভিযানের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মন্তব্যগুলো নতুন করে শেয়ার হচ্ছে।

আরো পড়ুন:

হিল জানিয়েছিলেন, রাশিয়া তার দেশীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত নিবন্ধের মাধ্যমে এই ধারণাটি উত্থাপন করেছিল যেখানে মনরো ডকট্রিনের উল্লেখ ছিল। এই মনরো ডকট্রিন হচ্ছে, একটি উনবিংশ শতাব্দীর নীতি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে ইউরোপীয় হস্তক্ষেপের বিরোধিতা করেছিল এবং বিনিময়ে ইউরোপীয় বিষয় থেকে দূরে থাকতে সম্মত হয়েছিল। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়ার জন্য ট্রাম্প এটি ব্যবহার করেছিলেন।

হিল চলতি সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, যদিও রাশিয়ান কর্মকর্তারা কখনো আনুষ্ঠানিক প্রস্তাব দেননি, তবুও মার্কিন যুক্তরাষ্ট্রে মস্কোর তৎকালীন রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ তাকে বহুবার ইঙ্গিত দিয়েছিলেন যে রাশিয়া ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ইচ্ছামত কাজ করার অনুমতি দিতে ইচ্ছুক, যদি আমেরিকা ইউরোপে রাশিয়ার জন্য একই কাজ করে।

হিল বলেন, “কিন্তু তখন (মার্কিন যুক্তরাষ্ট্রে) কেউই আগ্রহী ছিল না।”

ট্রাম্প ২০১৯ সালের এপ্রিলে রাশিয়া ও ইউরোপ বিষয়ক তার জ্যেষ্ঠ উপদেষ্টা হিলকে মস্কোতে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য পাঠান। 

হিল জানান, তিনি রাশিয়ান কর্মকর্তাদের বলেছিলেন যে ‘ইউক্রেন ও ভেনেজুয়েলা একে অপরের সাথে সম্পর্কিত নয়।’

তিনি আরো জানান, সেই সময় হোয়াইট হাউস ভেনেজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে মিত্রদের সাথে জোটবদ্ধ ছিল।

কিন্তু সাত বছর পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন চেহারায় রূপ নিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়