ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশের এসআই আটক

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:০৩, ৬ জানুয়ারি ২০২৬
বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশের এসআই আটক

পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট।

বরগুনার পাথরঘাটার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কামরায় ঢুকে বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আটক হয়েছেন। 

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। পরে বিভাগীয় মামলার শর্তে মুচলেকার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

অভিযুক্ত এসআই শাহরিয়ার জালাল পাথরঘাটা থানায় কর্মরত আছেন।

আদালত সূত্রে জানা যায়, বরগুনা জেলার পাথরঘাটার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ সোমবার দুপুরে নিজের খাসকামরায় অবস্থান করছিলেন। তখন এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেন। ওই এসআই আদালতের সি/আর ৭৮০/২০২৩ নম্বর মামলার কাগজ দেখিয়ে মো. রাজু মিয়া নামের এক আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে জামিনের সুপারিশ করে ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে চেয়েছেন।

এ ঘটনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিব্রত বোধ করেন। এক পর্যায়ে কোর্ট পুলিশের এসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে এসআই মো. শাহরিয়ারকে আটক করে কোর্ট পুলিশ। 

বিষয়টি তাৎক্ষণিক পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও পুলিশ সুপারকে জানানো হয়। তারা বিভাগীয় মামলা করার আশ্বাস দিলে মুচলেকা রেখে এসআই শাহরিয়ারকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচিনলা বলেন, “বিচারক অর্ডার শিটে যেটা ডিসাইড (সিদ্ধান্ত) করবেন, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। এর বেশি কিছু এখন বলতে পারব না।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়