ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেলানীর লাশের সঙ্গে ঝুলেছিল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা: আদীব 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫০, ৭ জানুয়ারি ২০২৬  
ফেলানীর লাশের সঙ্গে ঝুলেছিল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা: আদীব 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, “সীমান্তে তখন শুধু ফেলানীকে ঝুলিয়ে রাখা হয়নি, সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ঝুলিয়ে রাখা হয়েছিল। ভারতের মদদেই আওয়ামী লীগ পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যা করেছিল। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ভারতের বিচারের উদ্যোগ নিতে হবে সরকারকে।”

বুধবার (৭ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহজাদপুরে এনসিপির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিক ফেলানী হত্যার ১৫ বছর উপলক্ষে ভারতীয় দূতাবাস অভিমুখে ‘আধিপত্যবাদ বিরোধীযাত্রায়’ এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

এসময় তিনি বলেন, “আমরা সরকারকে বলব এখনো কাঁটাতারে আমার ভাই বোনদেরকে বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে ওই বিএসএফ গুলি করে হত্যা করে। গত পাঁচ দিন আগেও সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে। ২০২৫ সালে ভারতীয় বাহিনী কর্তৃক ৩৪ জন বাংলাদেশী নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশ ভারতের এই সীমান্তই এত কিলিং মিশন সম্পন্ন করে ভারতীয় বাহিনী।”

আরিফুল ইসলাম আদীব বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি, ওয়াশিংটন, বেইজিং কিংবা রাশিয়া কোন রাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করলে বাংলাদেশের আপামর জনতা তার দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছে। আমরা বলতে চাই আগামী নির্বাচন আমাদের গণঅধিকার, আমাদের ভোটাধিকার ও মানবাধিকার এবং সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন ঠিক।”

আধিপত্যবাদ বিরোধী যাত্রায় ঢাকা মহানগর উত্তরের এনসিপির সদস্য সচিব সর্দার আমিরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/রায়হান/রাসেল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়