রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
আজিজুর রহমান মুছাব্বির। ছবি: বিএনপির মিডিয়া সেল
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার পর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।
তেজগাঁও থানার ডিউটি অফিসার হাফিজুর রহমান রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলে দেওয়া পোস্ট
বুধবরা রাতে বিএনপির মিডিয়া সেলে দেওয়া পোস্টেও আজিজুর রহমান মুছাব্বিরের নিহত হওয়ার খবর জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলে দেওয়া পোস্টে বলা হয়, “ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বুধবার, জানুয়ারি ৭, ২০২৬, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে রাজধানীর ফার্মগেট পশ্চিম তেজতুরি বাজার এলাকায় মুছাব্বিরকে গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে বলেন, “স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমানের পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঢাকা/এমআর/এসবি