ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে বিএনপির আলমগীর হত্যা: জবানবন্দিতে দায় স্বীকার ত্রিদিবের

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৫, ৮ জানুয়ারি ২০২৬
যশোরে বিএনপির আলমগীর হত্যা: জবানবন্দিতে দায় স্বীকার ত্রিদিবের

আলমগীর হোসেন।

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যার ঘটনায় করা মামলার গ্রেপ্তার ত্রিদিব চক্রবর্তী মিশুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে তাকে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন:

এর আগে, বুধবার সন্ধ্যায় শহরের বেজপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ত্রিদিব ওই এলাকার চিরুনি কল সংলগ্ন পুরোহিত মালতী চক্রবর্তীর ছেলে।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার দে বলেন, ‘‘ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ত্রিদিবকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করা হয়।’’

আদালত ও পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে ত্রিদিব হত্যার দায় স্বীকারের পাশাপাশি জানিয়েছেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন জামাই পরশ ও তার সহযোগী সাগর। তাদের ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে ত্রিদিবের বাবা মালতী চক্রবর্তী দাবি করেছেন, তার ছেলে নির্দোষ।

গত ৩ জানুয়ারি আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পরশ ও সাগরের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে মামলা করেন।

ঢাকা/রিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়