কুচক্রী মহল দেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত: ফখরুল
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর কুচক্রী মহল দেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।’’
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক শোকবার্তায় মহাসচিব এ কথা বলেন। বুধবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীতে দুস্কৃতিকারীদের গুলিতে মুসাব্বির নিহত হন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘‘নৈরাজ্য সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে।’’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘‘দেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ওঁত পেতে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবারো মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করার অপচেষ্টা চালাবে।’’
শোক বিবৃতিতে তিনি মুসাব্বির হত্যার সঙ্গে জড়িত সকল দুস্কৃতিকারীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বাড়ি ফেরার পথে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এই ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান নামে একজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা/আলী/বকুল