আকাশবাড়ি হলিডেজের নতুন লাক্সারি রিসোর্ট প্রকল্পে বিনিয়োগের ঘোষণা
পর্যটন খাতের প্রতিষ্ঠান ‘আকাশবাড়ি হলিডেজ’ তাদের নতুন একটি পাঁচ তারকা লাক্সারি রিসোর্ট প্রকল্পে বিনিয়োগের সুযোগ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, কোনো ডাউন পেমেন্ট ছাড়াই মাসিক কিস্তির মাধ্যমে এই রিসোর্টের শেয়ারের মালিক হওয়া যাবে।
আকাশবাড়ি হলিডেজের তথ্যমতে, মাসিক ৮ হাজার ৩০০ টাকা করে ৩৬ মাস কিস্তিতে আকাশবাড়ি হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের শেয়ারের মালিক হওয়া যাবে। কিস্তিকালে যেকোনো সময় প্রদেয় অর্থ ফেরত নেয়ার সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, রিসোর্ট নির্মাণের অগ্রগতি ও সময়ের সঙ্গে সঙ্গে শেয়ারের মূল্য প্রতি বছর দেড় গুণ পর্যন্ত বাড়ার সম্ভাবনাও রয়েছে।
প্রকল্পে চার ধরনের রুম ক্যাটাগরির শেয়ার অফার করা হয়েছে। এর মধ্যে সুপেরিয়র ডিলাক্স রুমের শেয়ার মূল্য ২ লাখ ৯৯ হাজার টাকা, এক্সিকিউটিভ সুইট ৩ লাখ ৯৯ হাজার টাকা, ভিলা ৪ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা এবং প্রেসিডেনশিয়াল স্যুটের শেয়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৯ হাজার টাকা।
আকাশবাড়ি হলিডেজ জানায়, প্রস্তাবিত রিসোর্টটি ২২ বিঘা জমির ওপর নির্মিত হবে এবং এতে মোট ১০২টি কক্ষ থাকবে। এটি একটি পূর্ণাঙ্গ পাঁচ তারকা লাক্সারি রিসোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি ঢাকা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত এবং আগ্রহীরা সরেজমিনে পরিদর্শন করতে পারবেন বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, শেয়ারহোল্ডাররা বছরে একবার পরিবারসহ বিনামূল্যে থাকার সুযোগ পাবেন এবং রিসোর্টের আয়ের ওপর ভিত্তি করে লভ্যাংশ পাওয়ার ব্যবস্থাও থাকবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য আজীবন সদস্যপদসহ বিভিন্ন সুবিধার কথাও জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে পূর্বাচলে ক্লাব হাউস ব্যবহারের সুযোগ। ক্লাব হাউসে থাকছে লাউঞ্জ, ক্যাফে, জিম ও সুইমিং পুল।
আকাশবাড়ি হলিডেজের পক্ষ থেকে আরো জানানো হয়, এককালীন অর্থ পরিশোধ করলে বিনিয়োগকারীরা বিদেশ ভ্রমণের বিশেষ প্যাকেজ অথবা নগদ ৫০ হাজার টাকা ছাড়ের সুবিধা পাবেন। এছাড়া রিসোর্ট পরিচালনায় একটি বোর্ড থাকবে, যেখানে শেয়ারহোল্ডারদের প্রতিনিধি ও আকাশবাড়ির প্রতিনিধিরা যৌথভাবে পরিচালনার দায়িত্ব পালন করবেন।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, গত ১৫ বছরে তারা ট্যুরিজম খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছে এবং দেশ-বিদেশে তাদের একাধিক সহযোগী প্রতিষ্ঠান ও অফিস রয়েছে। আকাশবাড়ি হলিডেজের মতে, এই প্রকল্পের মাধ্যমে দেশে একটি মানসম্মত লাক্সারি রিসোর্ট গড়ে তোলাই তাদের লক্ষ্য।- বিজ্ঞপ্তি।
ঢাকা/রাসেল