নাটোরে সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামে বিএনপির সাবেক এক নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। আবু রায়হান উপজেলার ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে।
আবু রায়হান অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসেনর স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের সমর্থক হিসেবে কাজ করছেন তিনি। দাউদার মাহমুদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রহিদুলের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার তাকে কুপিয়ে জখম করা হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ‘‘আবু রায়হান বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে ছিলেন। আজ তাকে কুপিয়ে জখম করা হয়েছে। আনোয়ারুল ইসলাম আনুর লোকজন এই কাজ করেছেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘‘এ বিষয়ে আমি কিছু জানি না।’’ এ সময় তিনি দাবি করেন, তার লোকজন এমন কাজ করতে পারে না।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান বলেন, ‘‘আবু রায়হানের দুই পায়ের গোড়ালি ভেঙে গেছে। বড় অপারেশন প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’’
সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ‘‘ঘটনাটি শুনেছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/আরিফুল/রাজীব