ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের নিরাপত্তা টিমে আরো তিন সাবেক সামরিক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৩, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৩:১৯, ৭ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের নিরাপত্তা টিমে আরো তিন সাবেক সামরিক কর্মকর্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা টিমে অভিজ্ঞতা ও পেশাদারত্বকে গুরুত্ব দিয়ে তিনজন সাবেক সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। 

তারেক রহমানের নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয় কার্যক্রমকে আরো সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে নতুন এই নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য অবহিত করা হয়েছে।

তারেক রহমানের নিয়োগ পাওয়া তিনজনের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ শাফাওয়াত উল্লাহকে নিরাপত্তা পরিচালক, অবসরপ্রাপ্ত মেজর মইনুল হোসেন প্রটোকল পরিচালক এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. গণী উল আজমকে নিরাপত্তা সমন্বয় পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বছরের ১৭ ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম।

তারেক রহমান দীর্ঘ ১৭ বছর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। বর্তমানে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান হিসেবে তার নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলের উদ্বেগ রয়েছে, বিএনপিও দল হিসেবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। ১২ জানুয়ারির ভোট ঘিরে তার সারা দেশে নির্বাচনি প্রচারে যাওয়ার কথা আলোচনায় রয়েছে। ফলে তার আগেই নিরাপত্তা টিমের বহর বাড়ানো হলে বলে মনে করা হচ্ছে।

ঢাকা/আলী/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়