ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাকে সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করেন বরুণ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১৪ সেপ্টেম্বর ২০২২  
কাকে সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করেন বরুণ?

জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। প্রায় এক দশক আগে বলিউডে পা রেখেছেন। এরপর বেশ কয়েকটি দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাকে নিজের সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করেন বরুণ?

‘কফি উইথ করন’ টক শো-তে দেখা যাবে এই অভিনেতাকে।  সম্প্রতি পর্বটির একটি প্রোমো প্রকাশ পেয়েছে। এতে প্রশ্নটির উত্তর দিয়েছেন তিনি। বরুণ জানান, নিজের সঙ্গেই সবচেয়ে বেশি প্রতিযোগিতা তার। আর যদি কাউকে নিজের প্রতিপক্ষ হিসেবে মনে করেন থাকেন, তা হলে তিনি আলিয়া ভাট।

আরো পড়ুন:

‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডের পা রেখেছেন। এই সিনেমায় তার সহ-অভিনেত্রী ছিলেন আলিয়া। এরপর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ প্রভৃতি ব্যবসাসফল সিনেমায় এই অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন বরুণ। এছাড়া তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বও রয়েছে।

বরুণ বলেন, ‘এখন সময় এসেছে, অভিনেত্রীদের হিরো হিসেবে গ্রহণ করা দরকার। আলিয়া সেরকমই এক অভিনেতা। পুরুষ অভিনেতাদের মতো তারও সিনেমাতে দুর্দান্ত ওপেনিং হয়।’

করন জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করন’-এর সপ্তম সিজন চলছে। বরুণ ধাওয়ানের সঙ্গে এই পর্বে হাজির হবেন অভিনেতা অনিল কাপুর।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়