ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

সিটাডেল: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:১৯, ১০ নভেম্বর ২০২৪
সিটাডেল: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক ‘সিটাডেল: হানি বানি’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিরিজ পরিচালনা করেছেন রাজ ও ডিকে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ান।

কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। মুক্তির পর ৬ পর্বের এই সিরিজ দারুণ আলোচনায় উঠে এসেছে। মুক্তির পরপরই সামান্থা-বরুণের ঘনিষ্ঠ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়। এটি আলোচনার আগুন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

সামান্থা-বরুণ ছাড়াও সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— কে কে মেনন, সাকিব সলিম, সিকান্দার খের প্রমুখ। এ সিরিজে অভিনয়ের জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন?

আরো পড়ুন:

ফিল্মিবিট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘সিটাডেল: হানি বানি’ সিরিজ নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি রুপি। এর মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হলো বরুণ ধাওয়ানের। সিরিজটির ‘বানি’ চরিত্র রূপায়নের জন্য বরুণ পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৮ কাটি ৪৭ লাখ টাকার বেশি)। সিরিজটির ‘হানি’ চরিত্রে দেখা যায় সামান্থা রুথ প্রভুকে। ‘হানি’ একজন উঠতি অভিনেত্রী। সিরিজটির জন্য সামান্থা পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪ কাটি ২৩ লাখ টাকার বেশি)।

সামান্থা-বরুণের এ সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কে কে মেনন। তার চরিত্রের নাম ‘গুরু’ বা ‘বাবা’। এজন্য তাকে দিতে হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। এতে ‘কেডি’ অর্থাৎ ‘কেদার’ চরিত্রে দেখা যায় সাকিব সলিমকে। চরিত্রটি রূপায়নের জন্য তাকে দিতে হয়েছে ৪০ লাখ রুপি। ‘শান’ চরিত্রে অভিনয় করেছেন সিকান্দার খের। তিনি পারিশ্রমিক নিয়েছেন ৫০ লাখ রুপি।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়