ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতারক সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৩:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রতারক সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকলিন

জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন থেকেই উড়ছিল। এবার তাদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিল ভারতের এনফোর্সমেন্ট অফেন্সেস উইংস (ইওডাব্লিউ)।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি সুকেশ কাণ্ডে এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ইওডাব্লিউ। সূত্রের খবর অনুযায়ী, এই জিজ্ঞাসাবাদে জ্যাকলিনের উত্তরে খুব একটা সন্তুষ্ট নন তদন্ত কর্মকর্তারা। অভিনেত্রীর বয়ানে নাকি অনেক অসঙ্গতি পাওয়া গেছে।

আরো পড়ুন:

তদন্ত কর্মকর্তাদের দাবি, সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকলিন। এমনকি এই অভিনেত্রী সুকেশকে তার স্বপ্নের পুরুষ বলে দাবি করত। ইওডাব্লিউ-এর স্পেশাল কমিশনার অব পুলিশ রবীন্দ্র যাদব এক বিবৃতিতে বলেছেন, ‘সুকেশের অপরাধের বিষয়টি জানার পরেও জ্যাকলিন তার সঙ্গে সম্পর্ক নষ্ট করেনি।’

গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০০ কোটি রুপির প্রতারণা এবং আরো ২০টি মানি লন্ডারিং মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি সুকেশ চন্দ্রশেখর। এর একটিতে জ্যাকলিনের নামও জড়িয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সুকেশের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়।

এখানেই শেষ নয়, ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানায়, সুকেশ চন্দ্রশেখর স্বীকার করেছেন, জ্যাকলিনকে ৫২ কোটি রুপি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ‘কিক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বিড়াল পছন্দ করেন। এজন্য তাকে ৯ লাখ রুপির বিড়ালও উপহার দিয়েছেন সুকেশ। তিহার জেল থেকে জ্যাকলিনকে ফোন করতেন তিনি। চকোলেট, ফুলের তোড়াও পাঠাতেন।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়