ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোহলির হোটেল রুমে গোপনে ধারণ করা ভিডিও ফাঁস, চটেছেন আনুশকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৩১ অক্টোবর ২০২২   আপডেট: ১৭:০৬, ৩১ অক্টোবর ২০২২
কোহলির হোটেল রুমে গোপনে ধারণ করা ভিডিও ফাঁস, চটেছেন আনুশকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। এ দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি দারুণ ফর্মে রয়েছেন। সুপার টুয়েলভে প্রথম দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করে আনন্দে ভাসছেন। কিন্তু আকস্মিকভাবে অপ্রীতিকর এক ঘটনা তাকে হতাশ করেছে। কারণ কোনো এক ভক্ত তার হোটেল রুমে ঢুকে গোপনে ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিরাট!

সোমবার (৩১ অক্টোবর) নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন বিরাট। তাতে দেখা যায়, কেউ একজন বিরাটের হোটেল রুমে ঢুকে মোবাইল ফোন দিয়ে তার রুমের ভিডিও ধারণ করছেন। কোহলির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ভিডিওতে দেখা যায়।

আরো পড়ুন:

এমন ঘটনায় চটেছেন বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা। ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। তাতে এ অভিনেত্রী লিখেছেন— ‘আমারও এরকম কিছু ঘটনা আছে, যেখানে ভক্তরা কোনো প্রকার ক্ষমা কিংবা অনুশোচনা দেখায়নি। কিন্তু সত্যি এটি খুব খারাপ। এটি একজন মানুষকে অসম্মান করা এবং অপরাধ।’

প্রশ্ন ছুড়ে দিয়ে আনুশকা শর্মা লিখেন, ‘যে কেউ ভিডিওটি দেখে বলবে ‘সেলিব্রেটি হো’! এটাও জানা উচিত আপনিও এই সমস্যার অংশ। নিজেকে নিয়ন্ত্রণের অনুশীলন অন্যকে সহযোগিতা করে। এ ঘটনা যদি আপনার বেডরুমে ঘটতো?’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়