ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরতি নেওয়ার ঘোষণা দিলেন আমির খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৫ নভেম্বর ২০২২   আপডেট: ১৩:৪১, ১৫ নভেম্বর ২০২২
বিরতি নেওয়ার ঘোষণা দিলেন আমির খান

দীর্ঘ ৩৫ বছর ধরে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আকস্মিকভাবে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিলেন এই শিল্পী। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

পরিবারের সঙ্গে অবসরের সময় কাটাতে চান আমির। তা জানিয়ে তিনি বলেন— ‘‘লাল সিং চাড্ডা সিনেমার পর ‘চ্যাম্পিয়নস’ নামে একটি সিনেমার প্রস্তুতি নেওয়ার কথা ছিল। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য দারুণ। এটি খুবই হৃদয়স্পর্শী। কিন্তু আমি অনুভব করছি, আমার একটা বিরতি চাই। আমার মা-সন্তান-পরিবারের সঙ্গে থাকতে চাই। আসলে অভিনেতা হিসেবে আমি যখন কোনো সিনেমায় কাজ করি, তখন তাতে এতটাই ডুবে যাই যে, আমার জীবনে আর অন্যকিছু থাকে না।’’

আরো পড়ুন:

‘আমি আগামী দেড় বছর অভিনেতা হিসেবে কাজ করব না। প্রথমবারের মতো এমনটা করছি।’ বলেন আমির খান।

৫৭ বছর বয়সী আমির খান মনে করেন তিনি তার পরিবারের প্রতি অবিচার করেছেন। তা জানিয়ে ‘পিকে’খ্যাত এই অভিনেতা বলেন, ‘গত ৩৫ বছর ধরে আমি কাজ করছি। আমি মনে করি, পুরোপুরি মন দিয়েই কাজগুলো করেছি। কিন্তু এখন মনে হচ্ছে, এতে আমি আমার কাছের মানুষদের প্রতি অবিচার করেছি। এখনি সময় জীবনটাকে অন্যভাবে দেখার।’

আমির খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কারিনা কাপুর খান। অদ্বৈত চন্দন পরিচালিত এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়