ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বছর শেষে প্রেক্ষাগৃহে ‘বীরাঙ্গনা ৭১’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৮ ডিসেম্বর ২০২২  
বছর শেষে প্রেক্ষাগৃহে ‘বীরাঙ্গনা ৭১’

মহান মুক্তিযুদ্ধে বর্বর পাক হানাদার বাহিনী দ্বারা সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘বীরাঙ্গনা ৭১’। এম সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন নাট্যাভিনেতা শাহেদ শরীফ খান ও শিরিন শিলা। পরিচালনার পাশাপাশি এর সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই।

চলতি বছরের শেষ শুক্রবার ৩০ ডিসেম্বর সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। আজ বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। এসময় সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। 

সিনেমার অংশ হতে পারে আনন্দিত অভিনেত্রী, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। তিনি বলেন, বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি পাচ্ছে। মুক্তিযুদ্ধের এই সিনেমাটিতে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। মুক্তিযুদ্ধের কিছুর সাথে যুক্ত থাকতে পারা সৌভাগ্যের। এই সময়ে এই ধরনের সিনেমা নতুন প্রজন্মের সবারই দেখা উচিত।অনেকেই মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণে আগ্রহী হয় না দর্শক দেখবে না বলে।তবে প্রযোজক-পরিচালক চ্যালেঞ্জং নিয়ে সিনেমাটি নির্মাণে এগিয়ে এসেছে। 

সিনেমাতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ঝুনা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, সুমনা সোমা, ইমতু রাতিশ, মৌরি মাহাদি, প্রাণ রায়, বড়দা মিঠু, আশরাফ কবির, আহেমদ সাব্বির রোমিও প্রমুখ।

 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়