বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি প্যানোরামা ডকুমেন্টারিতে তার বক্তৃতা সম্পাদনার জন্য বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
ফ্লোরিডার আদালতে দাখিল করা নথি অনুসারে, ট্রাম্প বিবিসিকে মানহানি এবং বাণিজ্য অনুশীলন আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন।
বিবিসি গত মাসে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল। কিন্তু ক্ষতিপূরণের জন্য তার দাবি প্রত্যাখ্যান করেছিল এবং ‘মানহানির দাবির কোনো ভিত্তি’ থাকার বিষয়ে দ্বিমত পোষণ করেছিল।
ট্রাম্পের আইনি দল বিবিসির বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপূর্ণভাবে এবং প্রতারণামূলকভাবে তার বক্তৃতা পরিবর্তন করে’ তার মানহানির অভিযোগ করেছে। বিবিসি এখনো মামলার কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ট্রাম্প গত মাসে জানিয়েছিলেন, তিনি ২০২৪ সালের মার্কিন নির্বাচনের আগে যুক্তরাজ্যে সম্প্রচারিত এই তথ্যচিত্রের জন্য বিবিসির বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন।
ট্রাম্প সাংবাদিকদের তার পরিকল্পনা সম্পর্কে বলেছিলেন, “আমার মনে হয় আমাকে এটা করতে হবে। তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলে দিয়েছে।”
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে দাঙ্গার আগে তার বক্তৃতায় ট্রাম্প জনতাকে বলেছিলেন, “আমরা ক্যাপিটলে হেঁটে যাব এবং আমরা আমাদের সাহসী সিনেটর, কংগ্রেসম্যান ও মহিলাদের উৎসাহিত করব।...এবং আমরা লড়াই করি। আমরা নরকের মতো লড়াই করি।”
তবে প্যানোরামা প্রোগ্রামে প্রচারিত একটি ক্লিপে ট্রাম্পকে বলতে দেখা গেছে, “আমরা ক্যাপিটলে হেঁটে যাব... এবং আমি সেখানে তোমাদের সাথে থাকব। এবং আমরা লড়াই করি। আমরা নরকের মতো লড়াই করি।”
বিবিসি স্বীকার করেছে যে সম্পাদনাটি ‘ভুল ধারণা’ দিয়েছে যে তিনি ‘সহিংস পদক্ষেপের জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন।’
নভেম্বরে বিবিসির একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ স্মারকলিপিতে ভাষণটি কীভাবে সম্পাদনা করা হয়েছিল তার সমালোচনা করা হয়েছিল এবং বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও এর বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছিলেন।
ঢাকা/শাহেদ