ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আবদুল আজিজের ‘প্রিয়তমা তোমাকে বলছি’

প্রকাশিত: ১৮:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৮:৫১, ৪ ফেব্রুয়ারি ২০২৩
আবদুল আজিজের ‘প্রিয়তমা তোমাকে বলছি’

চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজ। ২০১২ সালের দিকে যখন ঢাকাই সিনেমার মন্দা বাজার চলছিল, তখন চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখান তিনি। প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যা ছিল একটি সাহসী পদক্ষেপ।

এরপর ত্রিশের অধিক সিনেমা নির্মাণ করেছেন আবদুল আজিজ। চলচ্চিত্রের এই সময়ে তাকে নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার এই বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখেছেন ‘কিছু কথা কিছু ব্যথা’ শিরোনামে বই। এবার প্রকাশিত হলো তার কবিতার বই ‘প্রিয়তমা তোমাকে বলছি’।

বইটি এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। বইটি পড়ার আমন্ত্রণ জানিয়ে আবদুল আজিজ বলেন, ‘‘এবারের বই মেলায়, ‘প্রিয়তমা তোমাকে বলছি’ নামে আমার একটি কবিতার বই বের হয়েছে। বাংলাদেশ রাটার্স গিল্ড প্রকাশনী থেকে। স্টল নং-৪৮৩-৪৮৪। সহজ ভাষায় লিখা বইটি পড়ে দেখতে পারেন। আশা করি, ভালো লাগবে।’’

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়