ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চরিত্রবান স্বামী চান অহনা

প্রকাশিত: ১৫:৫৭, ২২ মার্চ ২০২৩  
চরিত্রবান স্বামী চান অহনা

নাটকপাড়ায় কান পাতলেই শামীম-অহনার প্রেমের গুঞ্জন শোনা যায়। দুজনে একসঙ্গে একটার পর একটা নাটকে অভিনয় করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার ‘চরিত্রবান স্বামী চাই’ নামের নাটকে অভিনয় করেন এই দুই তারকা। এতে দেখা যাবে অহনা চরিত্রবান স্বামী চাচ্ছেন। 

আসছে ঈদ উপলক্ষ্যে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিত হাসান। নাটকটিতে শামীম হাসান সরকার ও অহনা রহমান ছাড়াও আরো অভিনয় করেছেন ফখরুল মাসুম বাশার, সপ্নীল সাথী, নূর এ কাঞ্চন, সিদ্দিক মাস্টার, মুহিত তমাল, প্রহর সরকার, সানজিদা মিতুসহ অনেকে।

আরো পড়ুন:

গোল্লাছুট প্রোডাকশনের ব্যানারে মহিন খানের রচনায় এটি প্রযোজনা করেন শাহীন কবির টুটুল।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়