ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাজের ‘পটু’র নায়ক ইভান

প্রকাশিত: ১৬:৫৩, ৭ মে ২০২৩   আপডেট: ১৬:৫৪, ৭ মে ২০২৩
জাজের ‘পটু’র নায়ক ইভান

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিল ‘পটু’ নামের সিনেমা নির্মাণের। এবার সিনেমাটির নায়কের নাম সামনে আনলো প্রতিষ্ঠানটি। 

ফেসবুকে এক পোস্টে জাজ মাল্টিমিডিয়া জানায়, “কিছুদিন আগেই আমরা আহম্মেদ হুমায়ূনের প্রথম চলচ্চিত্র ‘পটু’র ঘোষণা দিয়েছিলাম। তারপর আপনাদের দুর্দান্ত সব প্রতিক্রিয়ায় আমরা মুগ্ধ, পাশাপাশি অনুপ্রাণিত। সেই ধারাবাহিকতায় আজ আনন্দের সঙ্গে ‘পটু’র নায়কের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।” 

আরো পড়ুন:

‘পটু’ চলচ্চিত্রে গল্পই নায়ক, গল্পই এর প্রাণ উল্লেখ করে পোস্টে বলা হয়, “এই চলচ্চিত্রে নায়ক তথা পুরুষ প্রধান চরিত্রে আমরা সাবলীল এবং পরিমিত অভিনয় দক্ষতা, ভরাট কণ্ঠস্বর, সুন্দর বাচনভঙ্গি, চরিত্রের সঙ্গে মিলিয়ে মুখ অবয়ব, ভালো উচ্চতা, মার্জিত, শিক্ষিত এমনকি সোশ্যাল মিডিয়া এবং ব্যাক্তি জীবনে পরিচ্ছন্ন ইমেজ আছে এমন কাউকে খুঁজছিলাম। অনেকের মধ্যে থেকে পরিচালকের দেখা চরিত্রের ধাঁচ অনুযায়ী, অডিশনের মাধ্যমে শেষ পর্যন্ত আমরা আমাদের প্রত্যাশিত অভিনেতা পেয়েছি আলহামদুলিল্লাহ্‌। ইভান সাইর, রেডিও জকি থেকে টেলিভিশন, মঞ্চ উপস্থাপনা, ছোট পর্দায় বেশ উল্লেখযোগ্য মানসম্মত কাজে অভিনয় এবং দক্ষতার সঙ্গে বেশ কিছু গণমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞাপন, সরকারি-বেসরকারি তথ্যচিত্র এবং অনেকগুলো চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন ইভান। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করা ইভান, ভারতেও (কোলকাতা) অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। তার দায়িত্বশীলতা, পরিশ্রম এবং অভিনয়ের প্রতি ভালোবাসা দিয়ে ‘পটু’তে তার চরিত্রে মিশে যাবেন আশা করি।” 

প্রযোজনা প্রতিষ্ঠানটি আরো জানায়, “জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই বাংলাদেশের চলচ্চিত্রের জন্য মেধাবী, পরিশ্রমী এবং সম্ভাবনাময় নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, সংগীত পরিচালক এবং চলচ্চিত্রের বিভিন্ন শাখায় নতুন মুখকে জায়গা করে দিয়েছে এবং দিচ্ছে। তার ধারাবাহিকতায় পরিচালক আহম্মেদ হুমায়ূন, চিত্রনায়ক ইভান সাইর এবং ‘পটু’র অন্যান্য চরিত্র প্রকাশ্যে আনা হবে। আশা করি আমাদের নতুন উপহার ‘ইভান সাইর’ তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করবেন। শুভ কামনা। শুভ কামনা ‘পটু’।”

এই সিনেমার নায়িকা খোঁজা হচ্ছে বলে পোস্টে উল্লেখ করা হয়।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়