ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কানে গিয়ে সারা বললেন, আমাকে জেব্রার মতো লাগছে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১৮ মে ২০২৩   আপডেট: ১৪:৪৫, ১৮ মে ২০২৩
কানে গিয়ে সারা বললেন, আমাকে জেব্রার মতো লাগছে

বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। প্রথমবারে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন তিনি। গত ১৬ মে ৭৬তম এ আসরের পর্দা ওঠে। উদ্বোধনী দিনে কানের লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই অভিনেত্রী।

জাকজমক এ অনুষ্ঠানের পয়লা দিনে আবু জানি, সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গায় দেশি লুকে দ্যুতি ছড়িয়ছেন নবাব-কন্যা। নজর কেড়েছেন রাতের পার্টিতে। প্রথম দিনের ছবি প্রকাশ্যে আসার পর ট্রলের শিকার হন ‘কেদারনাথ’খ্যাত এই অভিনেত্রী।

আরো পড়ুন:

দ্বিতীয় দিনে নতুন পোশাকে চমকে দিয়েছেন সাইফ-কন্যা। মনোক্রম ফ্যাশনে যেভাবে ধরা দিয়েছেন তা দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। এ লুকের কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিতেও দিয়েছেন।   

এসব ছবিতে দেখা যায়, সারার পরনে সাদা-কালো হল্টার নেক ডিজাইনার ব্রালেট। কোমরে জড়ানো সাদা রঙের শাড়ি। গলায় পরেছেন মানানসই ডিজাইনের মনোক্রম মালা। এ পোশাকও ডিজাইন করেছেন আবু জানি, সন্দীপ খোসলা। এসব কিছুকে ছাপিয়ে বিশেষভাবে নজর কেড়েছে সারা আলীর ক্যাপশন।

ছবির ক্যাপশনে সারা আলী খান লিখেছেন, ‘জেব্রার মতো লাগছে। তবে কেউ আমার সীমা লঙ্ঘন করবেন না।’

লক্ষ্মণ উতেকার পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন সারা আলী খান। এতে তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। এছাড়াও এতে অভিনয় করেছেন—বিক্রান্ত ম্যাসি, চিত্রাঙ্গদা সিং প্রমুখ। তা ছাড়া হোমি আদাজানিয়ার ‘মার্ডার মোবারক’ সিনেমায় দেখা যাবে সারাকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়