ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল্লুর ‘পুষ্পা টু’ সিনেমায় যুক্ত হচ্ছেন রণবীর-দিশা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২ জুলাই ২০২৩   আপডেট: ১৪:৪২, ২ জুলাই ২০২৩
আল্লুর ‘পুষ্পা টু’ সিনেমায় যুক্ত হচ্ছেন রণবীর-দিশা?

ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

আগামী বছর মুক্তি পাবে ‘পুষ্পা টু’। আপাতত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত নির্মাতারা। এদিকে জোর গুঞ্জন উড়ছে, ‘পুষ্পা টু’ সিনেমায় যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিং ও দিশা পাটানি!

আরো পড়ুন:

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, আশা করা যাচ্ছে, ‘পুষ্পা টু’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর সিং। সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে তাকে দেখা যাবে। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ সময়ে এন্ট্রি হবে রণবীর সিংয়ের। শুধু রণবীর সিং নন, সিনেমাটির একটি গানের দৃশ্যে থাকতে পারেন দিশা পাটানি। তবে এসব বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।  

‘পুষ্পা’ সিনেমার পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন ‘পুষ্পা থ্রি’ নির্মাণের। আর তৃতীয় এই পার্টের মধ্য দিয়ে সিনেমাটির সমাপ্তি টানবেন তিনি। সিনেমাটির তৃতীয় পার্ট ২০২৫ সালে মুক্তির কথা রয়েছে। যদিও এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতারা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়