ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের সালমানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সোমির

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১০ জুলাই ২০২৩   আপডেট: ১৯:৩০, ১০ জুলাই ২০২৩
ফের সালমানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সোমির

বলিউড সুপারস্টার সালমান খানের প্রাক্তন প্রেম নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। তবে তার মধ্যে সবচেয়ে বেশি চর্চায় থাকেন পাকিস্তানি বংশোদ্ভূত অভিনেত্রী সোমি আলী। ফের একবার প্রাক্তনের নামে ক্ষোভ উগড়ে দিয়েছেন একসময়ের জনপ্রিয় এই বলিউড নায়িকা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ইনস্টাগ্রামে সালমান খানকে ইঙ্গিত করে শেয়ার করেছেন লম্বা একটি পোস্ট। পোস্টে সালমানের বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেন তিনি। পাশাপাশি অভিনেতার বন্ধুদেরকেও সমালোচনার তীরে বিদ্ধ করেছেন। 

আরো পড়ুন:

ইনস্টাগ্রামে সোমি লিখেছেন, ‘আমাকে পোস্টটি সরিয়ে নিতে বলা হবে। আমার বিচক্ষণতা নিয়েও প্রশ্ন তুলবে কেউ কেউ। আমার মদ্যপানের সমস্যা নিয়ে কটাক্ষ হবে। তবুও আমি প্রতিবাদ চালিয়ে যাব, কারণ আপনাদেরকে এসব অপমানের মধ্যে দিয়ে যেতে হয়নি, অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়নি। পাশে কেউ ছিল না কারণ তুমি যার বিরুদ্ধে অভিযোগ তুলছ সে সুপারস্টার। আপনি তার বন্ধু। তিনি আপনার ক্যারিয়ার যেমন তৈরি করতে পারেন তেমন ভেঙেও দিতে পারেন। আপনি আপনার বন্ধুদের বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন তারা আপনার পক্ষ নেবে, তারা আপনার অবস্থা সব জানত, কখনও নিজের চোখেও প্রত্যক্ষ করেছে। কিন্তু তা হয়নি।

সোমি আরও লিখেছেন, ‘এই গালিগালাজ করা মানুষটাকে ‘পেয়ারা ইনসান’ বলে দিলেই আমি হয়তো খুব ভালো মানুষ হয়ে যাব। অভিনেতা হিসেবে মানুষটাকে আমি খুব শ্রদ্ধা করি। আমাকে ট্রোলে বিদ্ধ করার আগে মনে রাখুন আপনাদের কোনো কমেন্ট আমি পড়ি না, আমার সে সময়ও নেই। আপনারা সেই বন্ধ দরজার পিছনে ছিলেন না, যখন আমার সঙ্গে অত্যাচার হয়েছে। আমি ভালো বা খারাপ যা অনুভব করেছি, আপনি তা জানেন না। আপনারা নিষ্ঠুর হচ্ছেন এমন মানুষের প্রতি যে কিছুই করেনি। দয়া করে একটু চিন্তা করুন এগুলো, শুধু আমায় নিয়ে নয়, অনলাইনে ট্রোল হওয়া আমার মতো আরও অনেককে নিয়ে। এর শেষ দরকার এবার।’ 

১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন সালমান খান আর সোমি আলী। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখেই সালমানের প্রেমে পড়েছিলেন এই অভিনেত্রী। সালমানের জন্যই পাকিস্তান থেকে ভারতে পালিয়ে আসেন। সেই সময় অন্য সম্পর্কে ছিলেন সালমান, তাই সোমির প্রেম প্রস্তাব খারিজ করেছিলেন। ‘বুলন্দ’ নামের এক সিনেমায় সালমানের নায়িকা হওয়ার সুযোগ পান সোমি। শুটিংও শুরু হয়েছিল সিনেমাটির, কিন্তু মাঝপথে বন্ধ হয়ে যায় সেই প্রজেক্ট। তবে শুরু হয় যায় সালমান-সোমির প্রেম। সালমানের সঙ্গে প্রেম ভাঙার পর বলিউড ছাড়েন এই পাকস্তানি সুন্দরী। 

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়