ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুরমা হয়ে রুপালি পর্দায় আসছেন সুমি 

প্রকাশিত: ১৭:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২৩  
সুরমা হয়ে রুপালি পর্দায় আসছেন সুমি 

নবাগত অভিনেত্রী ফারজানা সুমি। এরই মধ্যে নাটকে অভিনয় করলেও এবারই প্রথম সিনেমার পর্দায় দেখা যাবে। যুগল নির্মাতা অপূর্ব-রানার ‘জলরঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানের এই সিনেমাটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে সুরমা চরিত্রে দেথা যাবে সুমিকে। 

জীবনমুখী এই সিনেমায় সুমির নায়ক চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার। এই জুটি ছাড়া ‘জলরঙ’ সিনেমায় আরো অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ, শিশির সরদার, শহীদুজ্জামান সেলিম, মাসুম আজিজ, রাশেদা চৌধুরী, খালেদা আক্তার কল্পনা, জয়রাজ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, সীমান্ত, শরীফ চৌধুরী প্রমুখ।

আরো পড়ুন:

সিনেমাটির কাহিনি লিখেছেন এনামুল হক, চিত্রগ্রহণে আসাদুজ্জামান মজনু। ড্রাগন ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু।

ফারজানা সুমি জানান, ‘জলরঙ’ এর পর উত্তম আকাশের পরিচালনায় নির্মিতব্য ‘মৃত সৈনিক’ নামের একটি সিনেমায় অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। অন্যদিকে মিজানুর রহমান লাবুর পরিচালনায় ‘আতরবিবি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়