ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে যা বললেন ফেরদৌস

প্রকাশিত: ১৮:২০, ১৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১৮:২৩, ১৪ নভেম্বর ২০২৩
সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে যা বললেন ফেরদৌস

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে বেশ মনোযোগী চিত্রনায়ক ফেরদৌস। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচার প্রচারণায় ব্যাপক সক্রিয় ছিলেন তিনি। কয়েক মাস আগে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে এই দলের মনোনয়নও চেয়েছিলেন ফেরদৌস।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখা যাবে কিনা? এমন প্রশ্নের জবাবে ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন করলে তো আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই প্রচারণা করব। আমি নির্বাচন করি বা না করি প্রধানমন্ত্রীকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেখুন, বর্তমান সময়ে দেশের যে উন্নয়ন তা বলার অপেক্ষা রাখে না। সবই দৃশ্যমান। সুতরাং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। তাহলেই দেশ এগিয়ে যাবে।’

আরো পড়ুন:

আগামী সংসদ নির্বাচনে প্রচারের মাঠে থাকবেন ফেরদৌস। তা জানিয়ে এই নায়ক বলেন, ‘আমার নির্বাচন করাটা বড় ব্যাপার না। তবে আমি নৌকার প্রচারণায় থাকব এটাই বড় কথা। সবখানেই আমাকে পাবেন আপনারা।’

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়