ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি হাসপাতালে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ২৬ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:০৮, ২৬ নভেম্বর ২০২৩
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি হাসপাতালে

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।

চিকিৎসকদের সূত্র অনুযায়ী, জ্যোতির শরীরে রক্তের প্রদাহ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ও কিডনি সংক্রমণসহ নানাবিধ উপসর্গ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে। তার যথাযথ চিকিৎসা এবং রোগ নির্ণয় প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি এন্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) ও মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। তাকে কমপক্ষে ৪৮ ঘণ্টা অবজারভেশনে রাখা হবে।

আরো পড়ুন:

‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘অনিল বাগচির একদিন’, ‘লাল মুরগির ঝুঁটি’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র এবং টিভি নাটকে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন জ্যোতিকা জ্যোতি।

সম্প্রতি গৌতম কৈরীর ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি। অভিনয়ের পাশাপাশি শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়