ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন কুসুম সিকদার

প্রকাশিত: ১৪:৪৩, ২৭ নভেম্বর ২০২৩  
নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন কুসুম সিকদার

লাক্স তারকা কুসুম সিকদার গান দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার সিনেমা নির্মাণ করলেন এই শিল্পী। ‘শরতের জবা’ শিরোনামের এ সিনেমা পরিচালনার পাশাপাশি অভিনয় ও প্রযোজনাও করছেন তিনি। এরই মধ্যে দৃশ্যধারণের কাজও শেষ করেছেন এই অভিনেত্রী।

ফেসবুকে নতুন নতুন ছবি শেয়ার করে সিনেমা নির্মাণের কথা জানান কুসুম সিকদার। ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে নেওয়া ‘শরতের জবা’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন কুসুম সিকদার। এ অভিনেত্রীর দাদা বাড়ি নড়াইলের পহরডাঙ্গা গ্রামে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে। আগামী বছরের শুরুতে এটি মুক্তির পরিকল্পনা করেছেন।

আরো পড়ুন:

শুটিং, ডাবিংও শেষ করে এখন কালার গ্রেডিংয়ের কাজ চলছে। ‘শরতের জবা’ সিনেমায় কুসুমের সহ-অভিনেতা ইয়াশ রোহান। প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন তারা। জানা যায়, সিনেমাটি ভৌতিক ও অতিপ্রাকৃত ঘরানার।

‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল' সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন কুসুম সিকদার।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়