ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনৈতিক দল গঠন করছেন বিজয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ৩০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৪৬, ৩০ জানুয়ারি ২০২৪
রাজনৈতিক দল গঠন করছেন বিজয়

রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তাকে দলের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

বিজয়ের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ এক সদস্য এনিডিটিভিকে বলেন, ‘আমরা দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাজ করছি।’

আরো পড়ুন:

দলের নাম কি রাখা হয়েছে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তামিল নাড়ুর ঐহিত্য মাথায় রেখে দলের নাম নির্বাচন করা হয়েছে।’

ঠিক কবে নাগাদ রাজনীতিতে সক্রিয় হবেন থালাপাতি বিজয়? এ প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘২০২৬ সালে তামিল নাড়ু রাজ্য নির্বাচনের আগে আগে রাজনীতিতে পা রাখবেন থালাপাতি বিজয়।’

থালাপাতি বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। গত বছরের ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নেয় এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়