ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হলেন বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ৪ জুন ২০২৪   আপডেট: ১১:০২, ৪ জুন ২০২৪
বাবা হলেন বরুণ ধাওয়ান

বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সোমবার (৩ জুন) সন্ধ্যায় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। কন্যা ও মা দুজনেই সুস্থ রয়েছেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

গতকাল হাসপাতালে গিয়েছিলেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান। রাতে বরুণের সঙ্গে হাসপাতাল থেকে বের হন ডেভিড ধাওয়ান। এসময় তাদের ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। তখন ডেভিড ধাওয়ান জানান, তাদের নাতনি হয়েছে।

আরো পড়ুন:

এদিকে, বরুণ ধাওয়ান ইনস্টাগ্রাম পোস্টে বাবা হওয়ার খবর জানিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, ‘আমাদের কন্যা সন্তান হয়েছে। কন্যা ও তার মায়ের জন্য প্রার্থনা করবেন।’

একই স্কুলে লেখাপড়া করেছেন বরুণ-নাতাশা। পরবর্তী সময়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর তা প্রেমের সম্পর্ক গড়ায়। সর্বশেষ ২০২১ সালের ২৪ জানুয়ারি তাদের সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দেন এই জুটি।

বরুণ ধাওয়ানের পরবর্তী সিনেমা ‘বেবি জন’। এটি পরিচালনা করছেন কালিস। এতে তার বিপরীতে অভিনয় করছেন কীর্তি সুরেশ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়