ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

মেসির খেলা গ্যালারিতে বসে দেখলেন দেশের তিন তারা

প্রকাশিত: ১৬:৫৪, ২৬ জুন ২০২৪   আপডেট: ১৭:১৪, ২৬ জুন ২০২৪
মেসির খেলা গ্যালারিতে বসে দেখলেন দেশের তিন তারা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন-ফারিণ। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এবার মেসিদের খেলা উপভোগ করতে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে ছুটে গেলেন তারা। একই দিনে স্টেডিয়ামের গ্যালারিতে বসে কোপা আমেরিকার ম্যাচটি উপভোগ করেন বাংলাদেশের আরেক তারকা অভিনয়শিল্পী মীর সাব্বিরও।

খেলা শুরুর নির্দিষ্ট সময়ের বেশ আগেই তারা স্টেডিয়ামে পৌঁছে যান। এদিন তাসনিয়া ফারিণ ফাঁকা গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেন। আর ক্যাপশন লেখেন, ‘Never early for Messi!’

চিলিকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই বিজয় দুই তারকার উচ্ছ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের দুই তারকার মাঠে হাজির হওয়াটাও সার্থক হলো বলে মনে করছেন তাদের ভক্তরা।

আরো পড়ুন:

দুই সন্তানকে নিয়ে খেলার মাঠে পৌঁছান অভিনয়শিল্পী ও পরিচালক মীর সাব্বির। গণমাধ্যমে এ অভিনেতা বলেন, ‘এত মানুষ জীবনে কোনো দিন সামনাসামনি দেখিনি। ৮০ হাজারের বেশি দর্শক খেলা দেখছেন। একসঙ্গে আনন্দ নিয়ে খেলা দেখছেন। গ্যালারিতে দেখলাম, প্রচুর বাংলাদেশিরাও আসছেন। অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। তারাও দারুণ মজা করছেন। খেলার মাঠে আমার ছেলেরা বাংলাদেশের পতাকা উড়িয়েছে।’

ঢাকা/রাহাত/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়