ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

বিকৃত ছবি, কঙ্গনার বিরুদ্ধে ৫৬ কোটি টাকার মানহানি মামলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:০৩, ৯ আগস্ট ২০২৪
বিকৃত ছবি, কঙ্গনার বিরুদ্ধে ৫৬ কোটি টাকার মানহানি মামলা

ভারতীয় রাজনীতিবিদ রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করার অভিযোগে বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌতের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নরেন্দ্র মিশ্রা ৪০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকার বেশি) মানহানি মামলা দায়ের করেছেন।

আইনজীবী নরেন্দ্র মিশ্রার দাবি, একজন সংসদ সদস্য হয়েও কারো অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রাণৌত তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করা। এরই মধ্যে কঙ্গনাকে নোটিস পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কয়েক দিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উপহাস করতে গিয়ে তার বিকৃত ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন কঙ্গনা। এ ছবিতে দেখা যায়, রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলক, গলায় খ্রিষ্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলছে। মূলত, এ ছবি নিয়েই বিপাকে পড়েছেন কঙ্গনা। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

রাহুল গান্ধীর বিকৃত এই ছবি শেয়ার করেন কঙ্গনা

কয়েক মাস আগে ভারতে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন। এতে বিজেপির টিকিট নিয়ে হিমাচলের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কঙ্গনা। শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাওয়ার জন্য রওনা হন। চন্ডিগড় এয়ারপোর্টে পৌঁছানোর পর কঙ্গনাকে থাপ্পড় মারেন কনস্টেবল কুলবিন্দর। এ নিয়ে জলঘোলা কম হয়নি।

কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি। 

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।

 

তথ্যসূত্র: বলিউড হঙ্গামা

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়