ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন র‌্যাপার ট্র্যাভিস গ্রেপ্তার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৯ আগস্ট ২০২৪  
মার্কিন র‌্যাপার ট্র্যাভিস গ্রেপ্তার

মার্কিন র‌্যাপার ট্র্যাভিস স্কটকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের স্থানীয় পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) সকালে প্যারিসের একটি পাঁচতারকা হোটেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। ফ্রেঞ্চ প্রসিকিউটর রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রতিবেদেনে জানানো হয়েছে, শুক্রবার সকালে পাঁচতারকা হোটেল জর্জ ভি-এর নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় ট্র্যাভিস ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর। এ বিষয়ে ফৌজদারি তদন্ত চলছে।

আরো পড়ুন:

একাধিক ফ্রেঞ্চ গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় মদ্যপ ছিলেন ৩৩ বছর বয়সি ট্র্যাভিস স্কট।

হোটেলে ট্র্যাভিস

এ ঘটনার বিষয়ে কথা বলতে ট্রাভিসের সঙ্গে যোগযোগ করেও কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

গত জুন মাসে মদ্যপ অবস্থায় যুক্তরাষ্ট্রের মায়ামি বিচ মেরিনায় একটি ইয়টে ক্রুদের সঙ্গে বিবাদে জড়িয়ে গ্রেপ্তার হন ট্র্যাভিস। গ্রেপ্তারের পর এ গায়ককে  মায়ামি কাউন্টি কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে জেল থেকে মুক্তি পান তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়