ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

ফারিয়ার দাবি

রাতের মধ্যে বদলে যায় পুরস্কারের তালিকা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৪
রাতের মধ্যে বদলে যায় পুরস্কারের তালিকা

‘দেবী’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন জয়া আহসান। এতে মিসির আলীর চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।

সিনেমাটিতে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জয়া। এদিকে শবনম ফারিয়ার দাবি- পার্শ্ব অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল তার। পুরস্কার ঘোষণার আগের দিন রাত অবধি নানা মাধ্যমে পুরস্কার পাওয়া বিষয়টি নিয়ে নিশ্চিত ছিলেন এই অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত তার হাতে পুরস্কার ওঠেনি।

তার বদলে ‘মেঘকন্যা’ সিনেমার জন্য পার্শ্ব অভিনেত্রীর  পুরস্কার পান সুচরিতা। ২০১৯ সালে দেওয়া হয় সেই পুরস্কার।

বিষয়টি নিয়ে এত দিন পরে মুখ খুলেছেন শবনম ফারিয়া। আজ তিনি ফেসবুক পেইজে লিখেছেন: ‘কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, জয়া আপু সেরা অভিনেত্রী আর আমি সেরা পার্শ্ব অভিনেত্রী, পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম! ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে।’

পোস্টের শেষে তিনি আশা প্রকাশ করে লেখেন, ‘আশা করি এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না, সব ধরনের রিকোগনেশনই দেওয়া হবে শুধু মেধা, যোগ্যতা আর দক্ষতা দিয়ে, চাটুকারিতার জন্য না।’

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়